আসনের দাবিতে বিক্ষোভে চবির শেখ হাসিনা হলের ছাত্রীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জননেত্রী শেখ হাসিনা হলে আসন বরাদ্দের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2019, 08:39 AM
Updated : 13 Oct 2019, 08:39 AM

রোববার সকালে ছাত্রীরা হলের মূল ফটকর অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান।

ছাত্রীদের দাবি হচ্ছে- আগামী এক কার্যদিবসের মধ্যে আসন বরাদ্দের ফলাফল ঘোষণা এবং ২০ অক্টোবরের মধ্যে যার যার বরাদ্দ বৈধ সিটে ওঠার নোটিস দেওয়া।

ছাত্রীদের অভিযোগ, ২০১৫ সালের ৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছাত্রীনিবাসটির উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের চার বছর পরও ছাত্রীদের কোনো আসন বরাদ্দ দেওয়া হয়নি।

আসন বরাদ্দ দিতে গত ১৫-১৭ সেপ্টেম্বর পর্যন্ত ছাত্রীদের সাক্ষাৎকার নেওয়া হলেও এখনও তার ফল ঘোষণা করা হয়নি।

জননেত্রী শেখ হাসিনা হলে মোট ৭৫০টি আসন আছে।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হলের উন্নয়নমূলক কাজ চলার কারণে তারা এতদিন ছাত্রীদের হলে ওঠাতে পারেননি।

“জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্টের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যে ছাত্রীদের আসন বরাদ্দের ফলাফল দেওয়া হবে। ৫ নভেম্বরের মধ্যে তাদের হলে ওঠানো হবে।”