চবির হলগুলোতে বসছে সিসি ক্যামেরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2019, 02:00 PM
Updated : 10 Oct 2019, 02:04 PM

বৃহস্পতিবার উপাচার্যের সভাকক্ষে প্রভোস্ট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি হলে সিসি ক্যামেরা স্থাপন ও প্রভোস্টদের ক্যাম্পাসে থাকার নির্দেশনা দেন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার।

“এছাড়া এখন থেকে হলগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হবে। শনিবার থেকেই এই নির্দেশনা কার্যকর করা হবে।”

বুয়েটে হলের মধ্যে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিসি ক্যামেরা বসানোর এই সিদ্ধান্ত নিল।

অধ্যাপক মনিরুল আরও জানান, হল ও ক্যাম্পাসে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে সেজন্য প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির সদস্যদেরকে তৎপর থাকারও নির্দেশ দিয়েছেন উপাচার্য।