‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন বিশ্বে বিরল’

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ‘বিশ্বে বিরল’ বলে মন্তব্য করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান রুহেল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2019, 07:14 AM
Updated : 8 Oct 2019, 07:14 AM

সোমবার মীরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ মাতৃমন্দিরের দুর্গা পূজা পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।

রুহেল বলেন, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বির্নিমানের স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

“ধর্ম যার যার উৎসব সবার। এই চেতনা নিয়েই আমাদের বাংলাদেশ। আবহমান কাল থেকে আমরা এ চেতনা লালন করি। একারণে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা থেকে আমার বেরিয়ে এসেছি।”

রুহেল বলেন, “দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে মিশে থাকি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন বিশ্বে বিরল।”

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে রুহেল রাজধানীর স্টার সিনেপ্লেক্সেরও চেয়ারম্যান। তিনি পর্যটন ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত।