চট্টগ্রামে মানবপাচার চক্রের ৩ সদস্য আটক

অবৈধভাবে লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চট্টগ্রামের একটি হোটেল থেকে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2019, 01:54 PM
Updated : 7 Oct 2019, 01:54 PM

সোমবার সকালে নগরীর স্টেশন রোডের হোটেল মিড টাউনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন- আতাউর রহমান (৩৮), জাহাঙ্গীর আলম (২৬) ও মোহাম্মদ জাহাঙ্গীর (৩৪)।

তাদের কাছ থেকে ১৫টি পাসপোর্ট জব্দ করা হয়।

পুলিশ পরিদর্শক কামরুজ্জামান বলেন, “যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়ায় বৈধপথে বাংলাদেশ থেকে যাওয়ার কোনো উপায় নেই।

“পাচারকারী চক্র অতিরিক্ত অর্থ আয়ের লোভ দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে বিভিন্ন পথে লিবিয়া নিয়ে গিয়ে তাদের বিপদে ফেলে।”

লিবিয়ার পাচার হতে চলা পাঁচজনকে উদ্ধার করার কথা জানিয়ে তিনি বলেন, “চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই নিয়ে সেখান থেকে মিশর এবং সড়কপথে অবৈধভাবে লিবিয়া নিয়ে যাওয়ার কথা জড়ো করা ব্যক্তিদের।”

সেখানে তাদের ভাল কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল পাচারকারীরা।

দেশের বিভিন্ন জায়গা থেকে লিবিয়ায় পাচারের জন্য তাদের চট্টগ্রামে জড়ো করা হয়েছিল বলে জানান পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান ।