খাবারে রঙ-মেয়াদোত্তীর্ণ খেজুর, পাঁচ প্রতিষ্ঠানের জরিমানা

রঙ দেওয়া করমচা বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণ করায় চট্টগ্রামের ফলমণ্ডি এলাকার এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2019, 01:47 PM
Updated : 7 Oct 2019, 01:47 PM

সোমবার অধিদপ্তরের পৃথক দল নগরীর আরও পাঁচ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করে।

অধিদপ্তরের নাসরিন আক্তার, বিকাশ চন্দ্র দাশ ও মুহাম্মদ হাসানুজ্জামান পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ফারিয়া ড্রাই ফুড নামের প্রতিষ্ঠানে রঙ মেশানো করমচা বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা এবং পোকাযুক্ত, মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুজ্জামান।

রঙ মেশানো করমচা

এছাড়া নগরীর স্টিল মিল বাজারে পেঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করায় আলম স্টোরকে পাঁচ হাজার টাকা, রঙ মিশ্রিত মটর বিক্রির অপরাধে সোবহান সওদাগরের দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে ডবলমুরিং থানাধীন কর্ণফুলী সি‌ডিএ মার্কে‌টের ‌মিরসরাই স্টোর‌কে মূল্য তা‌লিকা প্রদর্শন না করায় পাঁচ হাজার টাকা জ‌রিমানা ক‌রে সতর্ক‌ করা হয়।

সাদা মটর‌কে কৃ‌ত্রিম রং মি‌শি‌য়ে সবুজ মটর হি‌সে‌বে বিক্রি করায় সব‌জি বাজা‌রের ইদ্রিস সওদাগর‌ এবং স‌ফিক সওদাগর‌কে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।