সাংবাদিক পরিচয়ে থানায় ‘চাঁদা চেয়ে’ গ্রেপ্তার

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের জন্য ‘চাঁদা চেয়ে’ সাংবাদিক পরিচয়ে থানায় চিঠি পাঠানোয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2019, 02:42 PM
Updated : 3 Oct 2019, 02:42 PM

বৃহস্পতিবার বিকালে বন্দর নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে মুহিবুল্লাহ হোসাইন চৌধুরী নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।

মুহিবুল্লাহ নিজেকে ‘বিবিসিনিউজ২৪’ এর চিফ রিপোর্টার পরিচয় দিয়ে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য অর্থ সহায়তা দিতে চিঠি দিয়েছিলেন বলে জানান খুলশী থানার ওসি প্রণব চৌধুরী।

ওই চিঠিতে পাঁচ লাখ টাকা খরচের হিসাবও সংযুক্ত ছিল। প্রতিষ্ঠানটির প্যাডে লেখা তাদের কার্যালয় নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ের হানিমুন টাওয়ারে।

তাদের ওয়েবসাইটে সম্পাদকের নাম দেওয়া আছে মাহমুদুল হাসান রাকিব। প্রধান উপদেষ্টা হিসেবে যুবলীগের ‘কেন্দ্রীয় সদস্য’ মনোয়ার উল আলম নোবেলের নাম রয়েছে।

ওসি প্রণব চৌধুরী বলেন, “থানায় পাঠানো চিঠিতে আগামী ১১ ও ১২ অক্টোবর কক্সবাজারে অনলাইন পত্রিকাটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে এবং এতে সর্বমোট ২১৫ জন লোক হবে বলে উল্লেখ করা হয়। তাদের থাকা-খাওয়া এবং উপহার বাবদ খরচের তালিকাও দেওয়া হয়।”

ওই চিঠিতে ৫০টি হোটেল কক্ষের ভাড়া এক লাখ টাকা, ১৫টি ভিআইপি কক্ষের ভাড়া ৩০ হাজার টাকা, চারটি বাসে আসা-যাওয়া বাবদ ভাড়া ৭২ হাজার টাকা, ২১৫টি টিশার্টের দাম ৩২ হাজার ২৫০ টাকা, ১৫টি ক্রেস্টের দাম ১৫ হাজার টাকা, সাতজনকে পুরস্কার বাবদ ১৫ হাজার টাকা, তিনবেলা খাবার বাবদ এক লাখ ৪৮ হাজার ৩৫০ টাকাসহ মোট পাঁচ লাখ ১৭ হাজার ৪২৫ টাকা খরচের হিসাব রয়েছে।

ওসি বলেন, “চাঁদা চেয়ে এরকম চিঠি আমরা আগে কখনও পাইনি। এটা চাঁদাবাজি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সথে কথা বলে আইনগত ব্যবস্থা নিয়েছি।”

তিন দিন আগে একই ধরনের চিঠি দিয়ে নগরীর কোতয়ালি থানা থেকে অর্থ দাবি করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসিন।