শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাক বিক্রিতে ৩ দোকানকে জরিমানা

শিক্ষা প্রতিষ্ঠানের একশ গজের মধ্যে তামাক পণ্য বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2019, 04:45 PM
Updated : 2 Oct 2019, 04:45 PM

বুধবার সিসিসির স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এই অভিযান পরিচালনা করেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে সিগারেট ও তামাকজাত দ্রব্য বিক্রির দায়ে জরিমানা করা হয়।

এরমধ্যে বাকলিয়া বড় কবরস্থান সংলগ্ন শাহ মজিদিয়া আলিম মাদ্রাসার পাশের দোকান শাহ মজিদিয়া নিউ মালঞ্চকে ১ হাজার, নাবিল স্টোরকে পাঁচশ এবং বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের দোকান তাহের স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিসিসির সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মহানগর পুলিশের একটি দল সহায়তা করে।