চট্টগ্রামে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ছিনতাইকারী আহত

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক যুবক আহত হয়েছে। পুলিশের দাবি ওই যুবক পেশাদার ছিনতাইকারী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2019, 12:19 PM
Updated : 2 Oct 2019, 12:19 PM

বুধবার ভোরে পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় গোলাগুলির ঘটনায় আহত মো. সোহেল প্রকাশ বাচাইয়ার (৩১) বাড়ি চাঁদপুরের শাহরাস্তি হলেও থাকেন নগরীর পশ্চিম ষোলশহর খতিবের হাট এলাকায়।

নগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনের পরিদর্শক রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোহেলের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী, পাঁচলাইশ, চান্দগাঁও থানায় ছিনতাই, ডাকাতিসহ অন্তত ১০টি মামলা আছে।

সোহেল নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী উল্লেখ করে পরিদর্শক রুহুলের দাবি, মুরাদপুর, মোহাম্মদপুর, ষোলশহর, ফরেস্ট গেইট ও আশপাশের এলাকায় সোহেল ছিনতাই, ডাকাতি করেন।

অটোরিকশা নিয়ে ঘুরে ‍ঘুরে ও নির্জন স্থানে লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়েও সোহেল টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন।

পরিদর্শক রুহুলের ভাষ্য, ভোরে ফরেস্ট গেইট এলাকায় একদল ছিনতাইকারী অবস্থান করছে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়।

“এসময় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। পরে সোহেলকে বামপায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ সময় তিন পুলিশও আহত হন।”

সোহলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসা দেওয়া হচ্ছে।