চট্টগ্রামে বিমানের পরিচ্ছন্নতাকর্মীর কাছে সোয়া ৪ কেজি সোনা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পরিচ্ছন্নতা কর্মীকে গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দারা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2019, 08:35 AM
Updated : 2 Oct 2019, 08:35 AM

বিমানবন্দরের ব্যবস্থাপক ইউং কমান্ডার সারোয়ার ই আলম জানান, বুধবার সকালে মোহাম্মদ ইলিয়াস নামে ২৫ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

“দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট ক্লিন করার পর ইলিয়াসকে তল্লাশি করে এসব সোনার বার পাওয়া যায়। সেগুলোর মোট ওজন চার কেজি ২০০ গ্রাম।”

ফ্লাই দুবাই চট্টগ্রাম বিমানবন্দরে তাদের উড়োজাহাজ পরিষ্কার করার কাজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগিতা নিয়ে থাকে বলে বিমানবন্দর ব্যবস্থাপক জানান।