চবি: আসন ৪৯২৬, ভর্তিচ্ছু ১৬৬৮৭০ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের চার হাজার ৯২৬টি আসনের বিপরীতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য এক লাখ ৬৬ হাজার ৮৭০জন অনলাইনে আবেদন করেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2019, 06:16 AM
Updated : 2 Oct 2019, 06:16 AM

এ হিসাবে প্রতি আসনের বিপরীতে ৩৪ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে লড়বেন।

১ অক্টোবর অনলাইনে আবেদনের প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক মো. হানিফ সিদ্দিকী বুধবার এ তথ্য জানিয়েছেন।

‘এ’ ইউনিটে মোট আসন এক হাজার ২১৪টি। ভর্তির জন্য আবেদন করেছেন ৫২ হাজার ৭৮০ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৪৪ জন।

‘বি’ ইউনিটে এক হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন পড়েছে ৪২ হাজার চারটি; প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু ৩৫ জন।

‘সি’ ইউনিটে ৪৪২টি আসনের বিপরীতে ১৪ হাজার একজন আবেদন করেছেন; প্রতি আসনে লড়বে ৩২ জন।

‘ডি’ ইউনিটে এক হাজার ১৫৭টি আসনের বিপরীতে ৫২ হাজার ৯১৭ জন আবেদন করেছেন। সম্মিলিত এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৪৬ জন লড়বে।

উপ ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন জমা করেছেন এক হাজার ৯৪২ জন। প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ১৬ জন।

আর ‘ডি১’ উপ-ইউনিটে ৩০টি আসনের বিপরীতে তিন হাজার ২২৬ জন প্রার্থী আবেদন করেছেন। আসন প্রতি ভর্তিচ্ছু ১০৮ জন।

আগামী ২৭ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৮ অক্টোবর ‘ডি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘এ’ ইউনিট, ৩০ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩১ অক্টোবর ‘বি১’ ও ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত উপাচার্য শিরীণ আখতার অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন।