যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় চট্টগ্রামে একজনের মৃত্যুদণ্ড

নয় বছর আগে যৌতুকের জন্য বোয়ালখালীতে এক গৃহবধূকে হত্যার মামলায় তার স্বামীকে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2019, 08:26 AM
Updated : 1 Oct 2019, 08:26 AM

মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মশিউর রহমান খান এ রায় দেন।

দণ্ডিত জাহাঙ্গীর আলম বোয়ালখালী উপজেলার আহল্লা সাদার পাড়ার বাসিন্দা।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীর আলমকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

“রায় ঘোষণার পর আসামি জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার আরেক আসামি জাহাঙ্গীরের ভাই পলাতক আবদুল আলমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।”

আদালতের নথি থেকে জানা যায়, জাহাঙ্গীর বিদেশ যাওয়ার জন্য স্ত্রী শামীমা আক্তারের পরিবারের কাছে যৌতুক চেয়েছিলেন।

যৌতুক না দেওয়ায় ২০১০ সালের ২৯ ডিসেম্বর শামীমাকে পিটিয়ে হত্যা করেন জাহাঙ্গীর। ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে স্ত্রীর লাশ গোয়াল ঘরে ঝুলিয়ে রেখেছিলেন জাহাঙ্গীর।

এ ঘটনায় শামীমার ভাই সোলেমান বাদী হয়ে মামলা করেন।

২০১২ সালের ২৩ মার্চ মামলায় অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়। মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত রায় দেয়।