পাহাড় কাটায় দুজনকে সোয়া ৪ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় দুই ব্যক্তিকে সোয়া চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2019, 04:06 PM
Updated : 30 Sept 2019, 04:06 PM

সোমবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর মহানগর কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান মল্লিক এ জরিমানা করেন।

অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ বলেন, নগরীর আকবর শাহ থানাধীন শাপলা আবাসিক এলাকায় রূপনগর প্রকল্পে জামাল কন্ট্রাক্টরের বাড়ি সংলগ্ন এলাকায় পৃথক দুটি পাহাড় কাটার ঘটনা পরিদর্শন করা হয় গত ১৬ সেপ্টেম্বর।

পাহাড় কাটার অভিযোগে ওই এলাকার মোছাম্মৎ রুবি আক্তার ও ফয়েজ আহমেদকে সোমবার শুনানির জন্য পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে ডাকা হয়।

শুনানি শেষে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ফয়েজ আহমেদকে এক লাখ ৭৪ হাজার চারশ টাকা এবং রুবি আক্তারকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে অবিলম্বে তার পরিশোধের নির্দেশ দেওয়া হয়।