চট্টগ্রামে তিন ক্লাব ঘিরে র‌্যাব সদস্যরা

ঢাকায় জুয়াবিরোধী অভিযানের মধ্যে চট্টগ্রাম নগরীতে তিনটি ক্লাব ঘিরে অবস্থান নিয়েছেন র‌্যাব সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2019, 02:01 PM
Updated : 21 Sept 2019, 02:14 PM

নগরীর সদরঘাট এলাকার মোহামেডান স্পোর্টিং ক্লাব, আইস ফ্যাক্টরি রোডের মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ এবং হালিশহর এলাকার আবাহনী লিমিটেড ক্লাবে  অভিযান চালানো হচ্ছে বলে র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি মাহমুদুল হাসান মামুন জানিয়েছেন।

র‌্যাব সদস্যরা শনিবার সন্ধ্যার পর এক যোগে ওই তিন ক্লাবে যায় জানিয়েছেন তিনি।

রাত সাড়ে ৭টা পর্যন্ত ওই তিন ক্লাবের বাইরে র‌্যাব সদস্যদের অবস্থানের খবর পাওয়া গেছে।

এর আগে শুক্রবার রাতে নগরীর আলমাস মোড়ে ‘হ্যাং আউট’ নামের একটি ক্লাবে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ক্লাব মালিকের ছেলে খলিকুজ্জামান ও কর্মচারী রবিউল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গত বুধবার ঢাকার ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবসহ চারটি ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনোর সরঞ্জাম, মদ, বিয়ার ও জুয়ার কয়েক লাখ টাকা উদ্ধার করে র‌্যাব। ক্যাসিনো চালানোয় যুবলীগের ঢাকা মহানগরের শীর্ষ পর্যায়ের এক নেতাকে গ্রেপ্তার করা হয়।

এর ধারাবাহিকতায় শুক্রবারও কলাবাগান ক্রীড়াচক্র ও ধানমণ্ডি ক্লাবে অভিযান চালিয়েছে র‌্যাব। কলাবাগান ক্রীড়াচক্র থেকে ক্লাবের সভাপতি কৃষকলীগ নেতা সফিকুল আলম ফিরোজসহ পাঁচজনকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।