চট্টগ্রামে ২৪ রোহিঙ্গা গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া উপজেলার গোবিন্দরখিল এলাকা থেকে ২৪ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2019, 03:17 PM
Updated : 20 Sept 2019, 03:17 PM
শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পটিয়া থানার এএসআই আরিফুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ভোরে গোবিন্দরখিল এলাকায় অভিযান চালানো হয়। ওই এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।”

আটক ২৪ রোহিঙ্গার সবাই পুরুষ। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে বলে আরিফুল ইসলাম জানান।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে হাজির করার পর বিচারক ২৪ জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।    

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন দক্ষিণ চট্টগ্রামের একটি উপজেলা পটিয়া। গত কয়েক বছর ধরেই রোহিঙ্গারা কক্সবাজারের ক্যাম্প থেকে এসে পটিয়ার বিভিন্ন এলাকায় বসবাস করছে বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।