চট্টগ্রামে কেবল ব্যবসার বিরোধে যুবক খুনের ঘটনায় আটক ১

চট্টগ্রামে কেবল ব্যবসার বিরোধে জিয়াদ নামের এক যুবককে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2019, 02:59 PM
Updated : 19 Sept 2019, 02:59 PM

বৃহস্পতিবার ভোরে রাউজান উপজেলা থেকে আরমান উদ্দিন নামে ২৩ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত রোববার জিয়াদ খুনের পর আরমান আত্মগোপন করে রাউজানে লুকিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর চান্দগাঁও পাঠানিগোদা সানোয়ারা আবাসিক এলাকার দর্জি পাড়ায় কেবল ব্যবসা নিয়ে বিরোধে খুন হয় জিয়াদ (২৩)। তিনি ও তার দুই ভাই  জাহেদ ও বিপ্লব ওই এলাকার স্যাটেলাইট টিভির কেবল ব্যবসায় যুক্ত ছিলেন।

ওই দিন টাকার দাবিতে কয়েকজন যুবক জাহেদকে মারধর করলে তাদের বাধা দেন জিয়াদ। হামলাকারীরা তখন জিয়াদকে ছুরিকাঘাত করে।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জিয়াদকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় আরমানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে জিয়াদের পরিবার।

গোয়েন্দা কর্মকর্তা আসিফ বলেন, “কেবল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে জাহেদ ও বিপ্লবের সাথে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল আরমানদের। এর জের ধরে ঘটনার দিন আরমানের বন্ধু রাসেল ছুরি মারে জিয়াদকে।”

রাসেলসহ বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।