আগরতলায় প্রদর্শনীতে চট্টগ্রাম চারুশিল্পীরা

চট্টগ্রামে চারুকলার প্রাতিষ্ঠানিক শিক্ষার ৫০ পূর্তি উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় আয়োজন করা হয়েছে তিন দিনের চিত্রপ্রদর্শনী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2019, 02:23 PM
Updated : 18 Sept 2019, 02:23 PM

চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের উদ্যোগে আগামী ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আগরতলার নজরুল কলাক্ষেত্রে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ৪২জন শিল্পী তাদের চিত্রকর্ম নিয়ে এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের সভাপতি শিল্পী আহমেদ নেওয়াজ।

চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই চিত্রপ্রদর্শনী হবে।

প্রদর্শনীতে সহযোগিতা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট এবং চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ, ঢাকা।

২২ সেপ্টেম্বর বিকাল ৪টায় প্রদর্শনী উদ্বোধন করবেন ত্রিপুরার সমাজকল্যাণমন্ত্রী শান্তনা চাকমা এবং ২৪ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেব বর্মন।