পথচারীকে বাঁচাতে গিয়ে সৌদিয়ার বাস উল্টে নিহত ১

চট্টগ্রামের পটিয়ায় সৌদিয়া পরিবহনের একটি বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৭ জন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2019, 07:55 AM
Updated : 14 Sept 2019, 07:55 AM

এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে সড়কের পাশের ধানক্ষেতে পড়ে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

পটিয়ার বাইপাস সড়কে ইন্দ্রপোল এলাকায় শনিবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মৌলভি মো. শামসু (৫৫) চট্টগ্রাম নগরী আগ্রাবাদ এলাকার বিপণি বিতান ‘লাকি প্লাজা’র মেহেদি স্টোর নামের একটি দোকানের মালিক। তিনি সাতকানিয়ার বাসিন্দা।

ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশনের স্টেশন অফিসার সৌরভ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৌদিয়া পরিবহনের বাসটি চট্টগ্রাম নগরীর দিকে আসচ্ছিল।

“বাইপাসের ইন্দ্রপোল সংলগ্ন এলাকায় একজন পথচারী সড়কে উঠে পড়ে। এসময় ওই পথচারীকে বাঁচাতে জোরে ব্রেক কষে বাসের চালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের ধান ক্ষেতে উল্টে পড়ে।”

বাসে থাকা ব্যবসায়ী শামসু ঘটনাস্থলেই মারা যান বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা সৌরভ বড়ুয়া।

বেলা দেড়টা পর্যন্ত বাস থেকে আহত ১৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।