ডেঙ্গুতে রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু

বান্দরবানের রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমার স্ত্রী ডমেচিং মারমা বেবি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2019, 08:15 AM
Updated : 12 Sept 2019, 08:15 AM

বৃহস্পতিবার ভোরে বন্দরনগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৫ বছর বয়সী বেবির মৃত্যু হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ডা. নুরুল হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত বেবি চট্টগ্রামের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

“সকালে সিএসসিআর থেকে জানানো হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়েছে।”

রুমা সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ডমেচিং মারমা বেবিকে মঙ্গলবার রাতে চট্টগ্রামের ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তার স্বামী উহ্লাচিং মারমা উপজেলার আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন।

চট্টগ্রাম নগরীতে চলতি বছর এ নিয়ে মোট চারজনের ডেঙ্গুতে মৃত্যু মৃত্যু হল।