১৪ হাজার ইয়াবা জব্দ, দুই মাদ্রাসাছাত্র গ্রেপ্তার

চট্টগ্রামে একটি আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2019, 10:03 AM
Updated : 10 Sept 2019, 10:03 AM

নগরীর কোতোয়ালী থানার টেরিবাজার এলাকার হোটেল আল ইমামে অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আবু তাহের (২৪) পটিয়ার আল জামেয়া আল ইসলামীয়া ও মো. এহসান উল্লাহ (২০) শুলকবহরের জামেয়া মাদানিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

তাহেরের বাড়ি উখিয়ার হলুদিয়া পালং এলাকায় আর এহসানের বাড়ি বান্দরবানের লামায়।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আড়াইটার দিকে কোতোয়ালী থানা পুলিশের একটি দল হোটেল আল ইমামের ৭১৯ নম্বর কক্ষে অভিযান চালায়।

“হোটেলের কক্ষে থাকা দুই মাদ্রাসা ছাত্র জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর কথা বলতে থাকে। এক পর্যায়ে তাহের তার ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করে তা বের করে দেয়।”

ওসি মহসিন বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে কক্সবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছিল ঢাকায় নেওয়ার জন্য। রাতে হোটেলে থেকে সকালে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল।