সিগন্যালে মোবাইল ছিনতাই: হাতেনাতে ধরা দুই কিশোরসহ ৩

সিগন্যালে দাঁড়ানো মটরসাইকেল আরোহীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় দুই কিশোরকে পুলিশে ধরিয়ে দিয়েছে পথচারীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2019, 12:14 PM
Updated : 8 Sept 2019, 01:25 PM

শনিবার রাতে চট্টগ্রাম মহানগরের নিউমার্কেট এলাকায় এটনা ঘটে বলে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নিউমার্কেট মোড়ে বাটা বাজারের সামনে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিলেন এক মটরসাইকেল চালক।দুই কিশোর তার পাশে দাঁড়িয়ে যায়। তাদের একজন পেটের সাথে ছুরি লাগিয়ে চুপ করে থাকতে বলে। আরেকজন শার্টের পকেট থেকে মোবাইল নিয়ে আরেক সটকে পড়ে।

“ওই ব্যক্তি ছিনতাইকারী বলে চিৎকার শুরু করলে পথচারীরা দুই কিশোরকে ধরে টহলরত পুলিশ সদস্যদের কাছে সোপর্দ করে।তাদের জিজ্ঞাসাবাদ করলে মোবাইল ফোনটি পথচারীদের মধ্যে দাঁড়িয়ে থাকা মো. রফিকের (২৩) কাছে বলে জানায় তারা।

ওসি মহসিন বলেন, ছিনতাইকারী কিশোররা ও রফিক একই দলের সদস্য। দুই কিশোর মোবাইল ছিনিয়ে নেওয়ার পর পথচারীর বেশে দাঁড়িয়ে থাকা রফিককে দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ব্যক্তি তিনজনকে আসামি করে মামলা করেছে বলে জানান তিনি।