ভাতিজার দখল থেকে উদ্ধার হল দরিদ্র নারীর ঘর

সরকারের কাছ থেকে একটি ঘর পেয়েছিলেন দরিদ্র ফাতেমা বেগম। কিন্তু সেই ঘর দখল করে খড়ের গুদাম বানিয়েছিলেন তার ভাতিজা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. রোকন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2019, 01:02 PM
Updated : 7 Sept 2019, 01:02 PM

এক বছর পর ফেইসবুক স্ট্যাটাস থেকে ঘটনা জেনে সেই ঘর থেকে খড় সরিয়ে তা বৃদ্ধা ফাতেমাকে বুঝিয়ে দিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।

উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির খিল এলাকায় এ ঘটনা ঘটে।

ইউএনও রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে যাদের ‘জমি আছে ঘর নেই’ তাদের ঘর নির্মাণ করে দেওয়া। সেই প্রকল্পের আওতায় বছর খানেক আগে উপজেলায় মোট ২৭২টি ঘর নির্মাণ করে দেওয়া হয়।

“এর মধ্যে কাজির খিলের দরিদ্র ফাতেমা বেগম একটি ঘর পান। কিন্তু ওই ঘরে তিনি উঠতেই পারেননি। তার ভাতিছা স্থানীয় মেম্বার মো. রোকন ও তার বাবা শুরু থেকে ঘরটি দখল করে রাখেন। পুরো ঘর খড় দিয়ে ভরে রাখেন যাতে বৃদ্ধা চাইলেও ওই ঘরে উঠতে না পারেন।”

রুহুল আমিন জানান, মো. রোকন গত আট মাস ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। রোকনের বাবা মোহাম্মদ আলী পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

“ঘর থেকে সব খড় সরিয়ে ফাতেমা বেগমকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।”

ফেইসবুকে একটি স্ট্যাটাস দেখে তিনি ঘটনাস্থলে যান বলে জানান ইউএনও রুহুল আমিন।