মালিকের টাকা নিয়ে পালিয়ে যাওয়া গাড়িচালক গ্রেপ্তার

চট্টগ্রামে মালিকের প্রাইভেটকার থেকে প্রায় দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার এক সপ্তাহ পর গ্রেপ্তার হলেন এক চালক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2019, 01:21 PM
Updated : 5 Sept 2019, 01:21 PM

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাধানগর এলাকা থেকে কোতয়ালী থানা পুলিশ রেজাউল করিম (২৬) নামে ওই চালককে গ্রেপ্তার করে বলে জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন।

রেজাউল আনোয়ারা উপজেলার রায়পুরা ইউনিয়নের ছৈয়দুল হকের ছেলে।

ঘটনার বিবরণে জানা গেছে, গত ২৯ অগাস্ট নগরীর কোর্ট বিল্ডিং এলাকায় নিজের প্রাইভেট গাড়িতে করে কোর্ট বিল্ডিং এলাকায় যান সাইফুদ্দিন চৌধুরী নামে এক ভ্যক্তি। এসময় তার সাথে একটি ব্যাগে এক লাখ ৯৫ হাজার টাকা ছিল।

টাকা রেখেই তিনি গাড়ি থেকে নেমে পড়েন এবং এই ফাঁকে চালক রেজাউল সেটি দেখে ফেলে ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে প্রাইভেট কারটি ওই এলাকায় রেখে পালিয়ে যান।

ওসি মোহাম্মদ মহসিন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ হলে পুলিশ তদন্ত করে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় তার অবস্থান সনাক্ত করে পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে।

টাকাগুলো নিয়ে প্রথমে রেজাউল কুমিল্লায় যায় এবং সেখান থেকে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আখাউড়া এলাকায় একটি বাসা ভাড়া করেন।

পুলিশ তার কাছ থেকে থাকা নগদ দেড় লাখ টাকা উদ্ধার করেছে বলে জানান ওসি।