অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামের পুলিশ অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে, যিনি কাঁধে ঝোলানো স্কুলেব্যাগে অস্ত্র নিয়ে ছিনতাই করে বেড়ান।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2019, 12:36 PM
Updated : 5 Sept 2019, 12:36 PM

নগরীর স্টেশন রোড এলাকা থেকে শহীদুল ইসলাম খোকন (৩৭) নামে এ যুবককে গ্রেপ্তার করা হয় বুধবার রাতে। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়, থাকেন হালিশহরে।

গ্রেপ্তার শহীদুল চট্টগ্রামের আলোচিত ছিনতাইকারী দল হামকা গ্রুপের সদস্য ছিলেন এবং ২০০৯ সালে খুলশী এলাকায় এক ব্যাংকারকে খুন করে টাকা ছিনতাইয়ের সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন।

ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার রাতে স্টেশন রোড থেকে শহীদুলকে আটক করা হয়। পরে তার কাঁধে থাকা ব্যাগ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়।”

ওসি জানান, শহীদুল ২০০৭ সালে একবার পুলিশের হাত থেকে পালিয়েছিলেন। এরপর ২০০৯ সালে এক ব্যাংক কর্মকর্তাকে খুন করে টাকা ছিনতাইয়ের সাথে সরাসরি যুক্ত ছিলেন। ওই হত্যা মামলায় সাজা খেটে ২০১৬ সালে ছাড়া পেয়ে আবার ছিনতাইয়ে জড়িয়ে পড়েন।

শহীদুল নগরীর বিভিন্ন স্থানে ব্যাগে অস্ত্র নিয়ে ঘুরে ঘুরে ছিনতাই করেন জানিয়ে ওসি মহসিন বলেন, “বুধবার রাতে স্টেশন রোডে হোটেল ম্যানিলার বিপরীতে একটি চায়ের দোকানে অটোরিকশার জন্য অপেক্ষা করছিল শহীদুল। ওই সময় তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।”

তার বিরুদ্ধে হালিশহর ও কোতোয়ালী থানায় সাতটি মামলার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।