চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

চট্টগ্রামের আমিন জুট মিল এলাকায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2019, 02:56 PM
Updated : 2 Sept 2019, 02:56 PM

সোমবার সকালে ওই তরুণ (২০) মারা যাওয়ার আগে রোববার গভীর রাতে পুলিশের সঙ্গে ওই ‘বন্দুকযুদ্ধ’ হয়।

নিহত জয়নাল আবেদীন (২০) নগরীর বায়েজিদ বোস্তামি থানার আমিন জুট মিল এলাকার নুরুল ইসলামের ছেলে।

বায়েজিদ থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জয়নাল আবেদীনের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন জনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ রয়েছে।

“রোববার গভীর রাতে আমিন জুট মিল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সহযোগীদের অবস্থানের কথা জানালে জয়নালকে নিয়ে অভিযানে যায় পুলিশের একটি দল। রাত ৩টার দিকে আমিন জুট মিল খেলার মাঠ এলাকায় পৌঁছালে জয়নালের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।”

এসময় পুলিশও ‘আত্মরক্ষার্থে’ গুলি চালায় বলে জানান ওসি আতাউর রহমান।

“এসময় জয়নাল পায়ে গুলিবিদ্ধ হয়। দুই পুলিশ সদস্যও সামান্য আহত হন। গুরুতর আহত জয়নালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”

নগর পুলিশের বায়েজিদ জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বায়েজিদ থানায় জয়নালের বিরুদ্ধে কুপিয়ে লোকজনকে গুরুতর জখম করার মামলায় দুটি মামলা আছে।