চট্টগ্রামে প্রতারণার অভিযোগে র‌্যাবের হাতে আটক ২ তরুণ

প্রতারণার মাধ্যমে জনসাধারণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রামে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2019, 10:09 AM
Updated : 23 August 2019, 10:09 AM

এরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া এলাকার গ্রামের এরশাদ রহমান (৩০) ও কলাউজান এলাকার মারুফ হোসেন (৩০)।

বৃহস্পতিবার রাতে নগরীর চেরাগী পাহাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ইউনুছ নামের এক ব্যক্তির বেহাত হওয়া দুটি দোকান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে উদ্ধার করে দেওয়ার কথা বলে এরশাদ ও মারুফ গত মার্চে তার কাছ থেকে দু দফায় পাঁচ লাখ টাকা নেন। পরে আরও টাকা দাবি করায় বিষয়টি নিয়ে ইউনুছ র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করে।

“বৃহস্পতিবার রাতে তারা দুজন ইউনুছের কাছ থেকে আরও এক লাখ টাকা আদায়ের জন্য তার বাসায় গেলে র‌্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

মেহেদী বলেন, পুলিশ ও র‌্যাবের কর্মকর্তাদের সঙ্গে সু-সম্পর্ক আছে দাবি করে বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে এরা।

তাদেরকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।