ভ্রাম্যমাণ আদালত দেখে কারখানা থেকে পালাল সবাই

চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত দেখে একটি পলিথিন কারখানা ছেড়ে পালিয়েছে শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2019, 03:01 PM
Updated : 22 August 2019, 03:01 PM

বৃহস্পতিবার চৌধুরী হাট রেল স্টেশনের কাছে `মেসার্স রহিম পলিমার’ কারখানায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারপাশে সীমানা প্রাচীর দিয়ে কারখানাটিতে নিষিদ্ধ পলিথিন তৈরি করা হত।

“অভিযানের সময় কারখানার গেইট লাগানো ছিল। আমরা গেইট খোলার জন্য বললে সেখানে থাকা পাঁচজন শ্রমিক কারখানার পেছনের সীমানা প্রাচীর টপকে বিলের মধ্যে দিয়ে পালিয়ে যায়।”

তিনি জানান, মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তির মালিকানাধীন ওই কারখানা থেকে ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন ও ৩০০ কেজি পলিথিন তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।