চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ‘ফল’ সেমিস্টারের জন্য শিক্ষার্থী ভর্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2019, 04:43 PM
Updated : 20 August 2019, 04:43 PM

মঙ্গলবার বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

সকালে মেলার উদ্বোধন করেন ইডিইউ’র উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান।

ইডিইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলার স্টলগুলোর মধ্যে অ্যাক্সেস একাডেমি, ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট লিডারশিপ এক্সপেরিয়েন্স, নেটওয়ার্কিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের স্টলে শিক্ষার্থীদের আগ্রহ ছিল বেশি।

মেলায় আগতদের মধ্যে মাস্টার অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ, এমএ ইন ইংলিশ, এমবিএ এবং ইডিইউ ও বিএসএইচআরএম’র যৌথ উদ্যোগে পরিচালিত অ্যাডভান্সড সার্টিফিকেট ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এসিএইচআরএম) নিয়ে আগ্রহ দেখা যায়।

স্পট অ্যাডমিশনে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ ছিল এই ভর্তি মেলায়। 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, কোষাধ্যক্ষ সামস উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টার শাফায়েত কবির চৌধুরী, স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. মো. নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির, প্রক্টর অনন্যা নন্দী প্রমুখ।