ট্রাকে তল্লাশিতে মিলল ২৬ হাজার ইয়াবা

কক্সবাজারে পেঁয়াজ রেখে ইয়াবা নিয়ে ঢাকায় ফেরার পথে ২৬ হাজার ইয়াবাসহ একটি ট্রাক আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2019, 06:36 AM
Updated : 17 August 2019, 06:36 AM

শনিবার ভোরে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর সংযোগ সড়ক থেকে ট্রাক আটকের পর চালক মশিউর রহমান লিটনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া্) এএসপি মাশকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু সংযোগ সড়কে রাজবাড়ি কমিউনিটি সেন্টারের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে রাখা ২৬ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এএসপি মাশকুর বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকচালক লিটন জানিয়েছে, পেঁয়াজ নিয়ে ঢাকা থেকে কক্সবাজারের উখিয়া গিয়েছিল সে। ফেরার পথে সে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিল। এভাবে ট্রাকে মালামাল পরিবহনের আড়ালে আগেও ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে গিয়েছিল।”

লিটনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।