এইচএসসি: পুণঃনিরীক্ষায় চট্টগ্রামে পূর্ণ জিপিএ পেল আরও ২৪ জন

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল পুণঃনিরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৩৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2019, 08:08 AM
Updated : 16 August 2019, 08:08 AM

তাতে নতুন ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।

শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পুণঃনিরীক্ষায় যাদের ফল পরিবর্তন হয়েছে, তাদের মধ্যে ৪৭ জন ফেল থেকে পাস করেছে। অকৃতকার্য ২১ পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হলেও তারা পাস করতে পারেনি।

পুণঃনিরীক্ষায় গ্রেডে পরিবর্তন হয়েছে মোট ২৯৭ জনের, যারা আগে পাস করলেও এখন গ্রেডে উন্নতি হয়েছে। এর মধ্যে ২৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ১৭ জুলাই।

আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে যেখানে ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী এবার পাস করেছে, সেখানে চট্টগ্রামে পাসের হার আসে ৬২ দশমিক ১৯ শতাংশ, যা সাধারণ শিক্ষাবোর্ডগুলোর মধ্যে সর্বনিম্ন।

পরীক্ষার ফলাফল ঘোষণার পর ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী ৫৪ হাজার ২৭৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন করে।

পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব জানান, এবার চট্টগ্রামে মোট দুই হাজার ৮৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। ফল পুণঃনিরীক্ষার পর তাদের সঙ্গে আরও ২৪ জন যুক্ত হয়েছে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবছর ইংরেজির উত্তরপত্র পুণঃনিরীক্ষার জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে। ৭১৬৬ জন শিক্ষার্থী ইংরেজি প্রথম পত্র এবং ৫৮৪৯ জন শিক্ষার্থী দ্বিতীয় পত্রের জন্য আবেদন করেন।