গরু বেপারীকে অজ্ঞান করে টাকা হাতানোর চেষ্টায় আটক ১

পাঁচ গরু বেপারীকে অজ্ঞান করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার সময় চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2019, 04:08 PM
Updated : 11 August 2019, 04:08 PM

নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং আজাদ কলোনীর কাছে ট্রলি মাঠ থেকে শনিবার গভীর রাতে গ্রেপ্তার কাঞ্চন ফরায়েজীর (৩৫) বাড়ি বাগেরহাটের শরণখোলায়।

বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে কাঞ্চন তার দুই সহযোগী ফারুক ও বাচ্চুকে নিয়ে গরু বেপারী আব্দুর রহমানের খুঁটির কাছে যায়।

“সেখানে অপর পাঁচ বেপারী তখন ভাত রান্না করছিলেন। পাঁচ বেপারীর সাথে ফারুক ও বাচ্চু গরু নিয়ে কথা বলার সময় কাঞ্চন ভাতের ভেতর ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে চলে যায়।"

ওসি বলেন, ভাত খেয়ে জব্বার, বদু, নুরুল ইসলাম, নাছির ও নাছিম নামে পাঁচ গরু বিক্রেতা ঘুমিয়ে পরেন। রাতে কাঞ্চন এসে টাকা হাতিয়ে নেওয়ার সময় টহল পুলিশের হাতে ধরা পড়েন।

কাঞ্চনকে ২৪ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হলেও অন্য দুজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আব্দুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন। সংজ্ঞা হারানো বেপারীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।