মশার প্রজননস্থান ধ্বংসে নগরবাসীকে আহ্বান সিসিসি মেয়রের

এইডিস মশার প্রজনন স্থান ধ্বংসে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সহযোগিতা নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2019, 04:22 PM
Updated : 5 August 2019, 04:22 PM

সোমবার করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়ে গণমাধ্যমকে জানানো হয়।

বিবৃতিতে সিটি মেয়র বলেন,  “ডেঙ্গু রোগ মহামারির আকার ধারণ করার আগেই নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

“তবে ঢাকার তুলনায় চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা কম। কিন্তু ঢাকার মৃত্যুর ঘটনায় ডেঙ্গু জ্বর নিয়ে চট্টগ্রামবাসীও আতঙ্কিত।”

ডেঙ্গু নিয়ন্ত্রণ করায় জনগণের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “ডেঙ্গু রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে এইডিস মশা প্রজনন স্থান ধ্বংসের জন্য সিসিসির সহযোগিতা নিন।

“চসিকের পরিচ্ছন্নকর্মীরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।”

সিসিসির কর্মকর্তাদের ফোন নম্বর উল্লেখ করে মেয়র বলেন, “আপনার বাড়ি ও আঙ্গিনা এবং নালা-নর্দমায় ময়লা-আর্বজনাসহ তিনদিনের অধিক পানি জমে থাকলে অথবা জমে থাকতে দেখলে সঙ্গে সঙ্গে সম্মানিত নগরবাসীকে সংশ্লিষ্ট কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, পরিচ্ছন্ন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন।”

বিবৃতিতে চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার মোবাইল নম্বর (০১৭১২২৫২৬১৫, ০১৮৪২১৯৯১৯৯), অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার মোবাইল নম্বর (০১৬৭৫২১৮৪৮৫) এবং চসিক হটলাইন নম্বর (১৬১০৪) উল্লেখ করা হয়।

নগরীর প্রতিটি ওয়ার্ডে বিগত বছরের তুলনায় ‘অনেকগুণ বেশি’ পরিচ্ছন্নকর্মী রয়েছে বলে বিবৃতিতে বলা হয়। 

এতে বলা হয়,  “বর্তমানে পরিচ্ছন্ন কর্মীর সংখ্যা ৩ হাজার ৬৪৭ জন। পূর্ব থেকেই কর্মরত ছিলো ১ হাজার ৬৬৯ জন এবং ডোর-টু-ডোর প্রকল্পে নিয়োজিত আছে ১ হাজার ৯৭৮জন।”

এছাড়া এসব পরিচ্ছন্নকর্মীদের কাজের তদারকির জন্য রয়েছেন ৯২ জন সুপারভাইজার।

এসব পরিচ্ছন্নকর্মীরা নগরীর নালা-নর্দমা পরিস্কার, ডোর-টু-ডোর থেকে ময়লা সংগ্রহ কাজে নিয়োজিত আছে।

এইডিস মশা রোধে প্রতিটি ওয়ার্ডে নালা-নর্দমায় ‘লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড’ ওষুধ ছিটানো হচ্ছে বলে জানানো হয় বিবৃতিতে।

এই কার্যক্রম আরো জোরদার করতে ফগার মেশিন ও ওষুধ কেনারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সিটি মেয়র।

তিনি বলেন, “ঘরে যদি এইডিস মশা থাকে তাহলে বাইরে নিরাপদ রেখে কোনো লাভ নেই। আমরা সকলে নিজের কর্মস্থল, বাড়ি-ঘর ও আঙ্গিনা নিয়মিত পরিস্কার রাখলে ডেঙ্গু রোধ করা সম্ভব হবে।”

এছাড়া জ্বর আক্রান্ত হলে সিটি করপোরেশনের ৪১ ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় সেবা এবং সিসিসি জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু জ্বর পরীক্ষা ও চিকিৎসাসহ সেবাগ্রহণের জন্য অনুরোধ জানান মেয়র নাছির।