দুই ছাত্রীর ‘শ্লীলতাহানির চেষ্টা’, স্কুলশিক্ষক গ্রেপ্তার

দুই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2019, 01:59 PM
Updated : 5 August 2019, 01:59 PM

সোমবার সকালে উত্তর পতেঙ্গা এলাকার ‘পতেঙ্গা গ্রামার স্কুল’ থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মতিউর রহমান (৪৫) ওই স্কুলের দুই পরিচালকের একজন এবং প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন বলে জানিয়েছে পুলিশ।

পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মতিউর স্কুলের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন।

“বিষয়টি জানতে পেরে স্থানীয়দের নিয়ে দুই ছাত্রীর অভিভাবক স্কুলে গিয়ে মতিউরকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।”

ওসি উৎপল বলেন, “আগেও বিভিন্ন ছাত্রীর সাথে মতিউর এ ধরনের আচরণ করেছেন বলে অভিযোগ আছে অভিভাবকদের। একই কারণে ২০১৭ সালে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন।”

প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পড়ানো হয় ওই স্কুলে। মতিউর ও তার এক বন্ধু মিলে স্কুলটি পরিচালনা করেন।