চট্টগ্রামে নির্বাচনী এলাকায় ‘অবৈধ অনুপ্রবেশে’ আটক ৪৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের নির্বাচনের সময় ভোটার না হয়েও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৪৬ জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2019, 09:48 AM
Updated : 25 July 2019, 09:48 AM

বৃহস্পতিবার সকালে বাকলিয়া থানার শাহ আমানত সেতুতে চেকপোস্ট বসিয়ে দুটি বাস থেকে তাদের আটক করা হয় বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শহরে প্রবেশ করার বিষয়ে সদুত্তর দিতে না পারায় ৪৬ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”

গত ১৭ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর একেএম জাফরুল ইসলামের মৃত্যুতে শূন্য পদে বৃহস্পতিবার উপ-নির্বাচন চলছে।

এ নির্বাচনে একেএম আরিফুল ইসলাম মিষ্টি কুমড়া, মোহাম্মদ শহীদুল আলম ঘুড়ি, মাসুদ করিম টিটু রেডিও, মো. শফি লাটিম, শাহেদুল ইসলাম টিফিন ক্যারিয়ার, শেখ নায়েম উদ্দিন ঠেলাগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এদের মধ্যে আরিফুল প্রয়াত কাউন্সিলর একেএম জাফরুল ইসলামের ছেলে।