চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের দুই আরোহী আহত

চট্টগ্রামের হাটহাজারিতে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের দুই আরোহী আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2019, 06:40 AM
Updated : 24 July 2019, 06:40 AM

বুধবার সকালে উপজেলার ছড়ারকূল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটাহাজারি থানার এসআই মোল্লা মো. জাহাঙ্গীর জানান।

আহতদের মধ্যে আজিজুল হক (৬০) ওই মাইক্রোবাসের চালক। অন্যজন স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের আয়া, তার নাম জানা যায়নি।

এসআই জাহাঙ্গীর জানান, মাইক্রোবাসটি শিক্ষার্থীদের স্কুলে আনার জন্য ছড়ারকূল পশ্চিম খাগড়িয়া এলাকায় যাচ্ছিল। রেললাইন পার হওয়ার সময় নাজিরহাট থেকে চট্টগ্রাম শহরগামী লোকাল ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

পরে স্থানীয়রা মাইক্রোবাসটি থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই জাহাঙ্গীর বলেন, ওই লেভেল ক্রসিংয়ে গেইট থাকলেও গেইটম্যান উপস্থিত না থাকায় ব্যারিয়ার নামানো হয়নি।

“গেইট খোলা দেখে চালক মাইক্রোবাস নিয়ে রেল লাইন পার হওয়ার চেষ্টা করে দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনার পর থেকে গেইটম্যানের খোঁজ পাওয়া যাচ্ছে না।”

এ দুর্ঘটনার কারণে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী বেশ কয়েকটি শাটল ট্রেনের যাত্রা বিলম্বিত হয় বলে ষোলশহর রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় চৌধুরী জানান।