ঘরে আগুন, পুড়ে মরল মা-মেয়ে

চট্টগ্রামের মধ্যম হালিশহরে একটি বস্তিতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2019, 04:02 PM
Updated : 23 July 2019, 05:19 PM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দর থানাধীন মধ্যম হালিশহরের বাকের আলী ফকিরের টেক এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন শিউলি আক্তার নাসিমা (৩৫) ও তার ছয় বছর বয়সী শিশুকন্যা লামিয়া। পোশাককর্মী নাসিমার স্বামী কালু রিকশাচালক।

বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাকের আলী ফকিরের টেক এলাকায় হায়দার ও মাহবুবের বস্তির কয়েকটি ঘরে আগুন লাগে। আগুনে একটি ঘরে মা-মেয়ে পুরোপুরি পুড়ে যায়।”

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে কলোনির সাতটি দোকান ও চারটি কাঁচাঘর পুড়ে গেছে।

আগুনে দুটি মুদি, একটি ভাতের ও দুটি ওষুধের দোকান পুড়েছে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের নয়টি গাড়ি গিয়ে রাত ৯টার দিকে আগুন নেভায় বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, নাসিমার ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়।

কীভাবে আগুন লেগেছিল- জানতে চাইলে তিনি বলেন, “তা নিশ্চিত হওয়া যায়নি। সেসময় ঘরে নাসিমা ও তার মেয়ে ছিল। তারা ঘর থেকে বের হতে পারেনি।”