চবি শিক্ষার্থীর মৃত্যুর জন্য দায়ী চালকের শাস্তি দাবি

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদেকুল ইসলাম সায়েমের মৃত্যুর ঘটনায় গাড়িচালকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানবন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2019, 03:13 PM
Updated : 23 July 2019, 03:13 PM

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

সায়েম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ২৩ মে নগরীর টেকনিক্যাল মোড়ে টিউশনিতে যাওয়ার সময় মাইক্রোবাস চাপায় গুরুতর আহত হন তিনি।

আট দিন পর তিনি মারা যান।

মানববন্ধন থেকে চালক এমজাত হোসেনের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে প্রাণিবিদ্যা বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র মোহাম্মদ জনি বলেন, “চালক সতর্কভাবে গাড়ি চালালে এ দুর্ঘটনা ঘটতো না। ওই দিন যা ঘটছে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং নীরব হত্যাকাণ্ড। প্রশাসনের কাছে এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।”

প্রাণীবিদ্যা বিভাগের সভাপতি অধ্যপক ড. শওকত আরা বেগম বলেন, “আমাদের দেশে বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে। বিচারের আড়ালে যেন সাদেকুলের হত্যাকারীরা পার পেয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।"

প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বলেন, “মেধাবী সাদেকুলের মৃত্যু খুবই বেদনাদায়ক। তার হত্যাকারী গাড়িচালক জামিন আমাদের জন্য দুঃখজনক।”

প্রাণীবিদ্যা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র জামিল হোসাইন এর সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।