চট্টগ্রাম মেডিকেলের ‘স্টোর রুমে’ অগ্নিকাণ্ড

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি স্টোর রুমে অগ্নিকাণ্ড ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2019, 05:34 AM
Updated : 23 July 2019, 06:24 AM

মঙ্গলবার ভোরে হাসপাতালের নিচ তলায় মালামাল রাখার একটি পরিত্যক্ত কক্ষে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই কক্ষটি অস্থায়ী স্টোর রুম হিসেবে ব্যবহার করা হত। ভোর সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা ও কালুরঘাট স্টেশনের নয়টি গাড়ি গিয়ে সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা জসীম।

তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বলছেন, ওই কক্ষটি মানসিক স্বাস্থ্য বিভাগের একজন অধ্যাপকের নামে বরাদ্দ ছিল।

“সেখানে এসি থেকে আগুন লেগেছে। তাতে তেমন কোনো ক্ষতির ঘটনা ঘটেনি।”