উচ্চ শিক্ষার শৃঙ্খলাই বড় চ্যালেঞ্জ: উপমন্ত্রী

বাংলাদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শৃঙ্খলাকেই বড় চ্যালেঞ্জ মনে করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2019, 02:38 PM
Updated : 21 July 2019, 02:38 PM

রোববার চট্টগ্রামের র‌্যাডিসন হোটেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নওফেল বলেন, “উচ্চ শিক্ষার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিসিপ্লিনের অভাব। যে কোনো প্রকল্প পরিচালনা, বিশ্ববিদালয় পরিচালনা বলি, সব ক্ষেত্রে শৃঙ্খলা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

তবে বাংলাদেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয়টির পরিচালনায় নৌবাহিনী যুক্ত থাকায় এখানে শৃঙ্খলার অভাব হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলার উপর জোর দেন শিক্ষা উপমন্ত্রী।

চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকার কাছে কর্ণফুলী নদীর তীরে হামিদচর এলাকায় ১০৬ দশমিক ৬ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ভূমি উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের চন্দনাইশ আসনের সাংসদ নজরুল ইসলাম, সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, বাঁশখালীর মোস্তাফিজুর রহমান, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিরীণ আখতারসহ নৌ বাহিনীর কর্মকর্তাবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের ভিসি রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়। একই ভাবে এশিয়ার তৃতীয় এবং বিশ্বের দ্বাদশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করছে।

বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের অধীনে ৩৭টি বিভাগ হবে এ বিশ্ববিদ্যালয়ে। ২০২১ সালের সালের ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে বলে জানান ভিসি খালেদ ইকবাল।