মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের হালিশহরের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2019, 01:31 PM
Updated : 17 Feb 2020, 09:30 AM

শুক্রবার গভীর রাতে হালিশহর থানাধীন এইচ ব্লকের ৫ নম্বর বাড়িতে ‘সেবায় আলোর পথে’ নিরাময় কেন্দ্রে আনোয়ার হোসেন আনু (৩৮) নামের ওই ব্যক্তি মারা যান বলে পুলিশের ভাষ্য।

নিরাময় কেন্দ্রের কর্মকর্তারা পুলিশকে জানিয়েছেন, অতিরিক্ত পাতলা পায়খানার কারণে আনুর মৃত্যু হয়েছে।

হালিশহর থানার এসআই আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনোয়ার চার-পাঁচ মাস ধরে ওই কেন্দ্রে চিকিৎসাধীন ছিল।

“শুক্রবার সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং কয়েকবার পাতলা পায়খানা করে বলে কেন্দ্রের লোকজন আমাদের জানিয়েছে। বাথরুমে যাওয়ার-আসার পথে সে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। দুর্বল হয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে বলে নিরাময় কেন্দ্রের কর্মীরা আমাদের জানিয়েছে। পরে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।

পুলিশ শনিবার সকালে ওই বেসরকারি হাসপাতাল থেকে আনোয়ারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠায়।

আনোয়ার রাঙামাটির কোতয়ালী থানার এক নম্বর ওয়ার্ডের মহসিন কলোনির হাজী নজু মিয়ার ছেলে।