হত্যাকাণ্ডের দুই মাস পর প্রতিবেশী গ্রেপ্তার

ফটিকছড়িতে দুই মাস আগে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় তার প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পিবিআই।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 04:19 PM
Updated : 16 July 2019, 04:19 PM

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল সোমবার রাতে চট্টগ্রামের হাটহাজারী কাটিরহাট এলাকা থেকে আলী নেওয়াজ বাবুকে (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

আলী নেওয়াজ ফটিকছড়ি উপজেলার বক্তপুর মিয়া বাড়ির আবদুল আজিজের ছেলে।

গত ১৪ মে বিকালে ফটিকছড়ি উপজেলার শান্তিরহাটের আল মক্কা হোটেলের সামনে ছুরিকাঘাতে হত্যা করা হয় মো. মনছুরকে। এ ঘটনায় তার ভাই মো. লোকমান বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

শুরুতে মামলাটি ফটিকছড়ি থানা পুলিশ তদন্ত করলেও পরবর্তীতে এর দায়িত্ব পায় পিবিআই।   

চট্টগ্রাম জেলা পিবিআই’র পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলীকে গ্রেপ্তার করা হয়। জায়গা জমি নিয়ে বিরোধের জের থেকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি স্বীকারোক্তিও দিয়েছেন।

পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, “জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে মনছুরের সাথে আলীর বিরোধ ছিল। এ নিয়ে তাদের মধ্যে আইনি লড়াইও চলছিল। ঘটনার দিনে আল মক্কা হোটেলের সামনে ছুরি দিয়ে মনছুরকে জখম করে পালিয়ে যায় আলী।”