ছেলে ধরা সন্দেহে হাটহাজারীতে ৩ জনকে গণপিটুনি

ছেলে ধরা সন্দেহে চট্টগ্রামের হাটহাজারীতে তিনজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 04:07 PM
Updated : 16 July 2019, 04:07 PM

মঙ্গলবার উপজেলার ছিপাতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

আহতরা হলেন- নুরুল ইসলাম (৬৫), নুরুল কবির (২৮) ও আব্দুল মালেক (৬০)। তারা সবাই লোহাগাড়া ইউনিয়নের বাসিন্দা।

হাটহাজারী থানার এসআই মোল্লা মো. জাহাঙ্গীর কবির বলেন, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে একটি রাস্তা থেকে ওই তিনজনকে উদ্ধার করা হয়।

“স্থানীয়রা তাদের ছেলে ধরা বলে ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করে পিটুনি দেয়।”

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে জেনেছি, গণপিটুনির শিকার ব্যক্তিরা প্রতারক। তারা এক মহিলাকে তাবিজ দেওয়ার কথা বলে কানের দুল হাতিয়ে নিয়ে পালানোর সময় মারধরের শিকার হয়। ওই ব্যক্তিরা প্রাইভেটকার নিয়ে পালিয়ে যাচ্ছিল। লোকজন ছেলেধরা বলে তাদের পিটুনি দিয়েছে।”

এসআই জাহাঙ্গীর বলেন, গণপিটুনির তিনজন বলছে, তারা চট্টগ্রাম থেকে রাঙামাটি যাচ্ছিলেন। পথে লোকজন ছেলেধরা সন্দেহে তাদের পিটুনি দিয়ে গাড়ি ভাংচুর করেছে।

“তারা রাঙামাটি যাওয়ার কথা বলেছে, কিন্তু তাদের আমরা উদ্ধার করেছি ছিপাতলী এলাকা থেকে। বিষয়টি আমরা তদন্ত করছি,” বলেন তিনি।