চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ

চট্টগ্রাম মহানগরীর কুসুমবাগ হাউজিং সোসাইটি সংলগ্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতির ৫০টি ঘর উচ্ছেদ করে ভেঙে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2019, 01:58 PM
Updated : 14 July 2019, 01:58 PM

রোববার গরীবুল্লাহ শাহ মাজার সংলগ্ন পাহাড়টিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের তিনজন সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করেন।

অভিযানে অংশ নেওয়া পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাহমিলুর রহমান জানান, অভিযানে মোট ৫০টির মতো ঘর সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে।

এসব ঘরে দেওয়া পানির লাইন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান তিনি।

এছাড়া ওই এলাকায় পুলিশ লাইন পাহাড়ের পাশে যারা ঝুঁকি নিয়ে ছিল তারা নিজ দায়িত্বে সরে গেছে।

কুসুমবাগ এলাকায় শনিবার সকালে পাহাড় ধসে এক শিশু আহত হয়েছিল।