তলিয়ে যাওয়া চট্টগ্রাম-কক্সবাজার সড়কে ধীরগতি

টানা বৃষ্টিতে মহাসড়কে পানি উঠে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার পথে বড় যানবাহন ছাড়া অন্য কোনো যান চলছে না।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2019, 07:58 AM
Updated : 14 July 2019, 08:00 AM

চন্দনাইশ উপজেলার দোহাজারী কসাইপাড়া থেকে জামিরজুরি মাদ্রাসা গেইট পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে কোমড় সমান পানি উঠে যাওয়ায় যান চলাচল করছে ধীরগতিতে।

শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত এ সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনগুলো আটকে থাকায় দুর্ভোগে পড়েছেন কক্সবাজার, সাতকানিয়া, লোহাগাড়ার যাত্রীরা।

হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দোহাজারী, কেরানীহাটসহ বিভিন্ন স্থানে পানি উঠে যাওয়ায় গাড়ি চলছে খুব ধীরগতিতে। ফলে দুই পাশ থেকে বিভিন্ন যানবহন আটকে আছে।”

হাইওয়ে পুলিশের সদস্যরা রাস্তার গতি স্বাভাবিক করার চেষ্টা করছেন বলে জানান এএসপি ফরহাদ।

এদিকে শনিবার রাত ১২টায় চট্টগ্রাম থেকে রওনা হয়ে ১২ ঘণ্টায়ও কক্সবাজার পৌঁছাতে না পারার কথা জানিয়েছেন যাত্রীরা।

কক্সবাজারে কর্মরত আন্তর্জাতিক একটি সেবা সংস্থার কর্মকর্তা জামশেদুল করিম বলেন, “রাত ১২টায় চট্টগ্রাম থেকে রওনা করে কক্সবাজার পৌঁছেছি রোববার বেলা একটায়। রাত দেড়টা থেকে সকাল পর্যন্ত দোহাজারী এলাকার একটি অংশে আটকে ছিলাম।”

দোহাজারী ছাড়াও সাতকানিয়ার কেরানীহাট এলাকায়ও পানি উঠে গেছে সড়কে।

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মুছা বলেন দোহাজারীর দেওয়ান হাট, কসাই পাড়াসহ কয়েকটি এলাকায় মহাসড়কে পানি নির্ধারিত সময়ের অনেক পরেও বাসগুলো গন্তব্যে পৌঁছাতে পারছে না।

এদিকে গত ৯ জুলাই বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম-বান্দরবান সড়কে পাঁচদিনেও স্বাভাবিক হয়নি যান চলাচল।