চট্টগ্রামে মা-ছেলে-মেয়ে অগ্নিদগ্ধ

চট্টগ্রামে নিজ বাসায় দগ্ধ হয়ে এক পরিবারের মা, ছেলে, মেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2019, 07:56 AM
Updated : 17 Feb 2020, 09:30 AM

রোববার ভোরে বন্দর থানার কলসী দিঘীর পাড় ধামুপাড়ার বাসা থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  

আহতরা হলেন- রাজিয়া আক্তার (৪৫), তার ছেলে মো. ইয়াছিন (২৩) ও মেয়ে তানিয়া (১৯)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ তিনজনকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসেন।

“তারা জানিয়েছে, বাসায় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছে।”

রাজিয়ার দেহের ৫৫ শতাংশ, ইয়াছিনের ৩৫ শতাংশ ও তানিয়ার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চমেক বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার নারায়ন ধর।

তিনি জানান, ধোঁয়ায় আহতদের শ্বাস নালীতে সমস্যা হয়েছে।

তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে জানান তিনি।