ইডিইউতে পাবলিক পলিসি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হচ্ছে

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) পাবলিক পলিসি এন্ড লিডারশিপ বিষয়ে মাস্টার্স কোর্স চালু হতে যাচ্ছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2019, 03:24 PM
Updated : 11 July 2019, 03:24 PM

শুক্রবার এই কোর্সটি চালু করা উপলক্ষে ইডিইউ’র ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অর্থনীতিবিদ অধ্যাপক মু. সিকান্দার খান এবং ইডিইউ’র ভাইস চেয়ারমান সাঈদ আল নোমান।

এক বছর মেয়াদি এই কোর্সে পাবলিক পলিসি, লিডারশিপ, ম্যানেজমেন্ট, গ্লোবালাইজেশন ও ডিজিটাল গর্ভনেন্স বিষয়ে পাঠদান করা হবে।

ইডিইউ’র জনসংযোগ কর্মকর্তা তানভীর পিয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন পদ্ধতিতে স্নাতকোত্তর ডিগ্রিটি অর্জন করা যাবে। এগুলো হলো- টট, মিক্সড ও রিসার্চ মুড।”

এই কোর্সে শিক্ষার্থীদের ‘শের-ই-বাংলা এ কে ফজলুল হক’ স্কলারশিপ দেওয়া হবে বলেও জানিয়েছে ইডিইউ।

ইডিইউ’র স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে এই কোর্সটি বিশ্বের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুসরণ করে সাজানো হয়েছে বলেও জানান তানভীর।

এই স্নাতকোত্তর কোর্সে পাবলিক পলিসি নির্ধারণ, বেসরকারি উন্নয়ন সংস্থা, আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা, প্রশাসনিক ব্যবস্থাপনা, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংথ্যানসহ বিভিন্ন রিসার্চ মেথডলজি একীভূত করে সাজানো হয়েছে বলেও জানান তিনি।