হলে আসন বরাদ্দের দাবিতে চবি ছাত্রীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শেখ হাসিনা হলে আসন বরাদ্দের দাবিতে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ করেছেন ছাত্রীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2019, 01:04 PM
Updated : 11 July 2019, 01:04 PM

বৃহস্পতিবার দুপুরে জননেত্রী শেখ হাসিনা হলের সংযুক্তিপ্রাপ্ত ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের কাছে একটি স্মারকলিপি দেন। এসময় তারা বঙ্গবন্ধু চত্বরে বিক্ষোভ দেখান।

ছাত্রীদের দাবিগুলো হচ্ছে- আগামী দুইদিনের মধ্যে জননেত্রী শেখ হাসিনা হলের আসন বরাদ্দের জন্য সাক্ষাৎকারের তারিখ ঘোষণা এবং পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে সাক্ষাৎকার শেষে আসন বরাদ্দ দেওয়া।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী রোববারে উপাচার্যর সঙ্গে ছাত্রী প্রতিনিধিদের বৈঠক আছ। ওই বৈঠকে ছাত্রীদের আসন বরাদ্ধের সিদ্ধান্ত হবে।

আন্দোলনকারী ছাত্রীদের অভিযোগ, ২০১৫ সালের ৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছাত্রীনিবাসটির উদ্বোধন করেন।

কিন্তু উদ্বোধনের চার বছর অতিবাহিত হলেও সংযুক্তিপ্রাপ্ত আসন বরাদ্দ দেওয়া হয়নি।

চলতি বছরে এপ্রিল মাসে ছাত্রীরা শেখ হাসিনা হলে আসন বরাদ্দের জন্য আন্দোলন করলে কর্তৃপক্ষ আশ্বস্ত করে।

এরপর জুলাই মাসে আসন বরাদ্দের সাক্ষাৎকারের নেওয়ার কথা থাকলেও গত মাসে তা স্থগিত করা হয়।

জননেত্রী শেখ হাসিনা হলে মোট ৭৫০টি আসন আছে।