চট্টগ্রামের পাহাড়ের পাদদেশ থেকে ১৬ পরিবারকে অপসারণ

টানা বর্ষণের মধ্যে মহানগরীর হিলভিউ হাউজিং সোসাইটি এলাকার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা ১৬ পরিবারকে উচ্ছেদ করেছে প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2019, 01:57 PM
Updated : 9 July 2019, 01:57 PM

মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের পাঁচ নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে অভিযান চালিয়ে হিলভিউ হাউজিং সোসাইটির ট্যাংকির পাহাড় এলাকার পাদদেশ থেকে এসব পরিবারকে উচ্ছেদ করা হয়।

অভিযানে ছিলেন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান, চান্দগাঁও সার্কেলের ফোরকান এলাহী অনুপম, বাকলিয়া সার্কেলের সাবরিনা আফরিন মুস্তফা, সদর সার্কেলের ইসমাইল হোসেন ও কাট্টলী সার্কেলের তৌহিদুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, পাহাড়ের পাদদেশে অবৈধভাবে গড়ে ওঠা ১৬টি পরিবারকে উচ্ছেদ এবং তাদের আধাপাকা ও পাকা স্থাপনাগুলো ভাঙ্গা হয়েছে।

এসময় ওই স্থাপনাগুলোতে পিডিবির পাঁচটি বিদ্যুতের মিটার ও কেডিজিসিএলের সাতটি গ্যাস মিটার জব্দ করা হয়।

মহানগরীর ১৭টি পাহাড়ে অবৈধভাবে বসবাস করা ৮৩৫ পরিবারকে উচ্ছেদের অংশ হিসেবে দ্বিতীয় দফায় অভিযান পরিচালিত হচ্ছে।