চবির ইতিহাস বিভাগের সম্মেলন কক্ষে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের সম্মেলন কক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2019, 08:04 AM
Updated : 9 July 2019, 08:04 AM

মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ড. আব্দুল করিম ভবনের তৃতীয় তলায় ইতিহাস বিভাগের সম্মেলন কক্ষে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের হাটহাজারী স্টেশন লিডার আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভাগের ৩১৫ নম্বর কক্ষে (সম্মেলন কক্ষ) সিলিং ফ্যান থেকে আগুনের সূত্রপাত।”

“বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা শুরুতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।”

আবু জাফর বলেন, আগুনে ওই কক্ষের কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতি পুড়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী চৌধুরী বলেন, আগুন লাগার পরপর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে।