উত্তর কাট্টলী ও সীতাকুণ্ডে দুটি লাশ উদ্ধার

চট্টগ্রামে অজ্ঞাত পরিচয়ের দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2019, 02:48 PM
Updated : 7 July 2019, 02:48 PM

রোববার নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এবং সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

এদের একজন সাগরে ডুবে এবং অন্যজন বৈদ্যুতের তার চুরি করতে গিয়ে মারা যান বলে পুলিশের ধারণা।

আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তর কাট্টলী এলাকার ‘ড্রিম স্টিল রি-রোলিং মিল’ থেকে আনুমানিক ৩৮ বছর বয়েসী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, “ধরন দেখে মনে হচ্ছে, মিলের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় লোকটি। লাশের পাশে কিছু কাটা তার ও একটি তার কাটার চিহ্ন পাওয়া গেছে।”

এদিকে বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে উলানিয়া খাল পাড়ে অন্য লাশটি পাওয়া গেছে বলে জানান সীতাকুণ্ড থানার এসআই এসএম জুলফিকার হোসেন।

তিনি বলেন, লাশটি সাগরের পানিতে ভেসে এসেছে। শরীরের বিভিন্ন অংশেও পচন ধরে গেছে।

আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরনে ছিল হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি।

এসআই জুলফিকার বলেন, “আমাদের ধারণা, সাগরে ট্রলার ডুবি কিংবা অন্য কোনোভাবে লোকটি মারা যেতে পারে।”