চবি স্কুলে ইয়াবা উদ্ধার, ফলক ভেঙে ফেলা তদন্তে দুটি কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ইয়াবা উদ্ধার এবং ভিত্তিপ্রস্তরের নামফলক ভেঙে ফেলার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2019, 03:46 PM
Updated : 4 July 2019, 03:46 PM

বৃহস্পতিবার উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে এ দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভবনে পরিত্যক্ত ব্যাগ থেকে চারটি ইয়াবা উদ্ধারের ঘটনায় সহকারী প্রক্টর হেলাল উদ্দিনকে আহ্বায়ক ও নিয়াজ মোর্শেদ রিপনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলক ভাঙার ঘটনায় সহকারী প্রক্টর রেজাউল করিমকে আহ্বায়ক করে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর হেলাল উদ্দিন ও নিয়াজ মোর্শেদ রিপন।

কমিটি দুটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রণব চৌধুরী।